posted Jun 1, 2014, 12:17 PM by A Billion Stories
[
updated Jun 1, 2014, 12:26 PM
]
কতো বিপদ থেকে রক্ষা করেছ তুমি, কতো রাত জেগেছ যাতে আমি ঘুমোতে পারি। কতো বিসন্নতায় দিন কাটিয়েছ যাতে আমি মুখ ফুটে হাসি, শত দারিদ্রতা উপেক্ষা করেছ নিজের খাবার আমায় খায়িয়েছ তুমি। আঁচল দিয়ে ঢেকেছ আমায় বেঁধেছ মায়ার সূতো দিয়ে, আনেক কষ্ট উপেক্ষা করেছ নিজের রক্ত ফেলে। অনেক মায়ায় গড়েছ আমায় ভুলব কেমনে সে কথা, হাত জোড় করে তোমাকে প্রনাম তাই জানাতে থাকব ছিরকাল। -Nilesh | |
Photo by: - Submitted by: nilesh Submitted on: Sat May 03 2014 16:45:47 GMT+0530 (IST) Category: Original Language: Bengali
- Read submissions at http://abillionstories.wordpress.com - Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon, drawing, article in your own language at http://www.abillionstories.com/submit
|
|